বিরলে জুনিয়র টেনিস খেলোয়াড়ের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ১২:১৭

দিনাজপুরের বিরলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ টেনিস ফেডারেশন কর্তক জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রাম এর আওতায় উপজেলায় জুনিয়র টেনিস খেলোয়াড়ের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি নেয়াজ আহমেদ।

এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দার, ট্রেজারার খালেদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুনিয়র টেনিস খেলোয়াড়ের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এত অংশগ্রহণ করেন বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দরা।

এবিএন/সুবল রায়/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ