আজকের শিরোনাম :

খাগড়াছড়ির দীঘিনালায় কৃষকলীগের সপ্তাহব্যাপী ধান কাটা কর্মসূচি উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১৯:১৭

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দরিদ্র কৃষকদের সপ্তাহব্যাপী ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(৪ঠা মে) উপজেলার রশিকনগর এলাকায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।

ধান কাটা কর্মসূচি উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আব্দুল হাই। এসময় উপজেলা কৃষকলীগের উপজেলা এবং ইউনিয়ন কমিটির ২০/২৫জন নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন।

এব্যাপারে কৃষক সাদ্দাম হোসেন জানান, এক একর জমিতে ধান চাষ করেছি, ধান কাটার টাকা না থাকায় কৃষকলীগ নেতাদের জানালে তারা ধান কেটে দেয়।

এব্যাপারে দীঘিনালা উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আবদুল হাই জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র কৃষকদের পাশে থেকে ধান কেটে দেয়ার নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশনা মোতাবেক আজ দরিদ্র কৃষকদের ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচি সপ্তাহব্যাপী পর্যন্ত চলবে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ