আজকের শিরোনাম :

রেজিস্ট্রির সময়ে দুই কাজীর সংঘর্ষ, বিয়ে পণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০০:২০

মসজিদে কাজীর উপস্থিতিতে বিয়ে রেজিস্ট্রির সময়ে হাজির আরেক কাজী। এরপরে দুই কাজীর বৈধতা নিয়ে লেগে যায় সংঘর্ষ। অবশেষে বিয়ের কার্যক্রমই পণ্ড হয়ে যায়।

ঘটনাটি ঘটে সোমবার (২৪ এপ্রিল) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জশাহী জামে মসজিদে।
এদিন বাদ আসর আনুষ্ঠানিকভাবে বর ও কনেপক্ষের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি কাবিনের আয়োজন করা হয়।

রঙ্গশ্রী ইউনিয়নের কাজী শফিউল বাশার এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদের মধ্যে উপস্থিত হন অপর কাজী আবু হানিফা। এ সময় দুই কাজীর বৈধতা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।

অভিযোগ করে কাজী আবু হানিফা বলেন, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজী। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে। এখানে অন্য কারও বিয়ের রেজিস্ট্রি করার বৈধতা নেই।

অন্যদিকে কাজী শফিউল বাশার নিজেকে রঙ্গশ্রী ইউনিয়নের কাজী পরিচয় দিয়ে বলেন, সুপ্রিম কোর্ট কাজী আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে তার বিয়ে পড়ানোর বৈধতা নেই।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে বিবাহ পড়ানোকে কেন্দ্র করে দুই কাজীর সংঘর্ষের ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ