পদ্মা সেতুতে নিয়ম ভেঙে বাইক চালানোয় ৮ জনকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ১৩:০৭ | আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৩:১১

ফাইল ফটো
পদ্মা সেতুতে নিয়ম ভেঙ্গে মোটরসাইকেল চালানোর অভিযোগে আটজনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সেতুতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেন করে দেয়ার পরও অনেকে সেটা মানছেন না। তাই সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল চালানোয় সর্বমোট আটজনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বজলুর রহমান আরও বলেন, কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে শর্ত ছিল সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না এবং নির্দিষ্ট লেনের বাইরে যাওয়া যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এ জরিমানা করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ