আজকের শিরোনাম :

দীঘিনালায় মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাবার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১৩:২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে লোকদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

শনিবার (৮ এপ্রিল) স্কাউট দিবস উপলক্ষে এবং দীঘিনালা জোনের সৌজন্যে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে লোকদের মাঝে এ খাবার তুলে দেন দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভী, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক প্রভাষক মোহাম্মদ দুলাল হোসেন, মাইনী রোভার স্কাউট প্রুুপের সহ-সভাপতি সাংবাদিক পলাশ বড়–ুয়া, খাগড়াছড়ি জেলা মিডিয়া টিমের সহকারী সমন্বয়ক মো: সোহানুর রহমান।

এদিকে “খাবার বিতরণকালে এক মানসিক ভারসাম্যহীন লোক হ্যান্ডসেক করার জন্যে হাত বাড়িয়ে দেন। হ্যান্ডসেক করার পর দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলামকে বুকে জড়িয়ে ধরেন। অনেকেই খাবার পেয়ে সন্তুষ্টির হাসি দেন।

এসময় উপজেলার ৩৫ জনকে পানি ও রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ