লোহাগড়ায় কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১২:০২

নড়াইলের লোহাগড়ায় তাহফিজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০টি মাদরাসার ৮০ জন ছাত্র চারটি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান, লোহাগড়া উপজেলায় এই প্রথম বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার মাদরাসা শিক্ষকরা বিচারক ছিলেন। প্রত্যেক গ্রুপের প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া থানার ওসি সেলিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামছুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ডাক্তার মুয়াজ হোসেনসহ অনেকে। 

এদিকে, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এবিএন/ফরহাদ খান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ