আজকের শিরোনাম :

ঘাটাইলে স্ত্রী হত্যায় মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১৯:২০ | আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৯:২২

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী হত্যায় দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী স্বামী রিয়াজ উদ্দিন (৩৬) কে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ। গতকাল শনিবার রাতে সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সিদ্দিকালি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ  রবিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনাতেপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুল কদ্দুছের মেয়ে লিজা আক্তার (২০)। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সিদ্দিকালি গ্রামের বশির উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের সাথে পারিবারিকভাবে লিজা আক্তারের বিয়ে হয়। ২০০৯ সালে আগষ্ট মাসে ১০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী লিজা আক্তারকে মারপিট করে মারাত্বক আহত করে স্বামী রিয়াজ উদ্দিন। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় লিজার বড় ভাই আজাহারুল ইসলাম বাদী হয়ে স্বামী রিয়াজ উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে ঘটাইল থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে স্বামী রিয়াজ উদ্দিনের নামে টাঙ্গাইল নারী শিশু আদালতে চার্জশিট দাখিল করে।
 
বিচার কার্যক্রম শেষে যৌতুকের জন্য হত্যা প্রমাণিত হওয়ায় গত বছর ১৬ মে টাংগাইল নারী শিশু নির্যতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন পলাতক আসামী স্বামী রিয়াজ উদ্দিনকে মৃত্যুদন্ড প্রদান করেন।


মামলা বাদী আজাহারুল ইসলাম বলেন, যৌতুকের জন্য আমার বোনকে হত্যা করে, আদালতে ন্যায় বিচার পেয়েছি। গ্রেপ্তারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর দ্রুত রায় কার্যকরের দাবী জানাই।

সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানায়, প্রায় এক বছর আগে মামলার রায় হয়েছে। আদালত আসামী রিয়াজ উদ্দিনকে মৃত্যুদন্ড করে। এতদিন সে পলাতক ছিল। গতকাল শনিবার রাতে তাকে  গ্রেপ্তার করা হয়। আজ রবিবার তাকে  আদালতে প্রেরন করা হয়েছে।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ