আজকের শিরোনাম :

মেঘনায় জেলেদের হামলায় ৪ পুলিশসহ আহত ১৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১০:২৬

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জেলেদের হামলায় নৌ পুলিশের ওসি ও মৎস্য কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছে। হামলাকারীদের প্রতিহত করতে ৮ রাউন্ড গুলি ছুড়েছে নৌপুলিশ।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর অভয়াশ্রমে এ ঘটনা ঘটে।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ ও হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইউনুস মিয়া জানান, নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালাচ্ছিল। অভিযান চলাকালে ফরহাদ মাঝির ঘাট এলাকায় পৌঁছলে তাদের ওপর হামলা চালায় জেলেরা। তারা লগি বৈঠা দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে, এতে নৌ পুলিশের ওসি বিকাশ চন্দ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজসহ ৬ জন আহত হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৌ পুলিশের পক্ষ থেকে ৮ রাউন্ড গুলি করা হয়। পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি। তবে জেলেদের হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ইলিশের উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন অভয়াশ্রমে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে আজ এ অভিযান কর্মসূচি চালানো হয়েছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ