আক্কেলপুরে নিজ বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১৮:১৫

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে পান্না খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (০৭ মার্চ) রাত ১০টার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত পান্না খাতুন উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

আজ বুধবার (০৮ মার্চ) সকালে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান নিহতের স্বামী সিরাজুল ইসলাম।  রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা ছুটে আসেন। প্রতিবেশিরা পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে যান এবং সকালের দিকে লাশটি থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলোহের জের ধরে ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়। এ ব্যাপারে গৃহবধুর স্বামী,ভাসুর,জা, সহ চারজনকে আটক করেছে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তার স্বামী । উদ্ধার করা হয় স্বামীর ব্যবহৃত রক্তমাখা জামাকাপড় ও হত্যার কাজে ব্যবহৃত ছুরি ।


এবিএন/সুজন কুমার মন্ডল/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ