মাদারগঞ্জে ৪ দিনের নাট্যোৎসব শুরু নাট্যোৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯ জানুয়ারি দিবাগত রাত থেকে জামালপুরের মাদারগঞ্জের মুসলেমাবাদে ৪ দিনের নাট্যোৎসব শুরু হয়েছে। চারণ থিয়েটার এর আয়োজন করে। শহর পেরিয়ে গ্রামাঞ্চলেও নাটকের মাধ্যমে দেশ-সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। 
 
গুনারিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গীতিকবি ওবায়দুর রহমান বেলাল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, নাট্যকার সালাম সাকলাইন, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেনিন প্রমুখ। 

উল্লেখ্য, নাট্যোৎসবে চারণ থিয়েটারের সেনের খিলের তালুকদার, আসাদুল্লাহ ফারাজীর রচনা ও নির্দেশনায় শহীদ সমর থিয়েটারের সোহাগী বাঈদানীর ঘাট, ফাহিম মালেক ইভানের নির্দেশনায় থিয়েটার অঙ্গনের মলিয়েরের কমেডি নাটক গিটঠুএবং পল্লী কবি জসিম উদ্দীন রচিত নকশী কাঁথার মাঠ পরিবেশন করবে ময়মনসিংহের একাডেমি অফ ফাইন আর্টস। প্রতিদিন রাত ৮টায় একই মঞ্চে সবগুলো নাটক মঞ্চস্থ হবে। 

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ