আজকের শিরোনাম :

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বলেছেন পঞ্চগড় জেলা প্রশাসক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১৮:১৪ | আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৮:৫৮

পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বলেছেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে দেশের এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না।  তিনি আরো বলেন দেশে কোন খাদ্য সংকট নেই, দেশে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদিত হচ্ছে। তিনি কৃষকদের আরো বেশি বেশি করে খাদ্য শস্য উৎপাদন করার তাগিদ প্রদান করেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বটমুল চত্বরে কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডি এর পরিচালক মোঃ মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক রিয়াজ উদ্দীন, সহকারী পুলিশ সুপার (বোদা ও দেবীগঞ্জ) সার্কেল রুনা লায়লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।

অন্যান্যদের বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার আল আমুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ আলী দুলাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, ইউ’পি চেয়য়ারম্যান রেজাউল করিম শামীম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমরানুজ্জামান। এ সময় সরকারি কর্মকর্তা, ইউ’পি চেয়ারম্যান, ইউ’পি সদস্য, সাংবাদিক, কৃষক-কৃষাণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম উপজেলার ক্ষদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে গমের বীজ ও সার বিতরণ করেন। 

এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ