আজকের শিরোনাম :

তালোড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২২, ১৫:২০

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পরিষদ চত্বরে বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম ১ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ৭০০ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন। 

এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব সৈয়দ মাহবুবুর রহমান চৌধুরী পলাশ এর পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল  হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, প্রাক্তন শিক্ষক আব্দুল জোব্বার, সহ মহির উদ্দিন বাবলু, জাহিদুল ইসলাম প্রমুখ। 

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। 

এ সময় পরিষদের সকল ইউপি সদস্য/সদস্যা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে মেধাবী শিক্ষার্থী একজন, কৃষিতে বিশেষ অবদান রাখায় একজন ও ইউনিয়নের সর্বোচ্চ করদাতা হিসাবে একজন সহ মোট ৩জনকে পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ