আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ১২:৫৫

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবু তাহির উপজেলার ভালী গ্রামের আসলাম হোসেনের এ জরিমানা করেন।

এছাড়াও এদিন দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক না পড়ে স্বাস্থ্যবিধি অমান্য করে ঘোরাফেরার অপরাধে ৩ব্যক্তির ১’শ টাকা করে ৩’শ টাকা জরিমানা আদায় করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই বকুল হোসেন, উপজেলা প্রশাসনের পেশকার জিল্লুর রহমান প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবু তাহির জানান, বালু, মাটি উত্তোলন ব্যবস্থা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন করায় আসলাম হোসেনের এ জরিমানা করা হয়।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ