আজকের শিরোনাম :

কটিয়াদীর ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৫০ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১৫:২৮ | আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫:৩২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।

এছাড়া সাধারণ ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে মোট ৩৮২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ছেন। সবমিলিয়ে ৫৫৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ২ জন প্রার্থী দলীয় প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন। অন্যান্যরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি দলের নেতারাও রয়েছেন।

জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়ন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন কামাল হোসেন মিলন (নৌকা), হাবিবুর রহমান (বিদ্রোহী), আ:হাই (স্বতন্ত্র), সাইফুল্লাজামান সরকার (বিদ্রোহী), জসিম উদ্দিন (বিএনপি স্বতন্ত্র), সিরাজুল ইসলাম শামীম (বিদ্রোহী), মাহাবুবুর রহমান শাহীন (স্বতন্ত্র),

সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন, আবুল কাসেম আকন্দ (নৌকা), শাজাহান মিয়া (বিদ্রোহী), আলতাব উদ্দিন (বিদ্রোহী), মো. বাবলু (বিএনপি স্বতন্ত্র), হবিকুল ইসলাম (হাতপাখা),

করগাঁও ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন- বেলায়েত হোসেন (নৌকা), শরাফত উদ্দিন লস্কর পারভেজ (বিএনপি স্বতন্ত্র), রফিকুল হক আফরোজ (স্বতন্ত্র), মো. নাদিম মোল্লা (বিদ্রোহী), চান্দপুর ইউনিয়ন ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন- মাফুজুর রহমান মাহফুজ (নৌকা) মাহতাব উদ্দিন (বিএনপি স্বতন্ত্র), মো: নুরুজ্জামান সুমন (স্বতন্ত্র), আবুল কালাম (স্বতন্ত্র),

মুমুরদিয়া ইউনিয়ন ইউনিয়ন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন- তরিকুল ইসলাম টিটো (নৌকা), মো. ছেনু মিয়া(স্বতন্ত্র), আল আমিন (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মো.আসাদুজ্জামান (স্বতন্ত্র), মো.আলাউদ্দিন সাবেরী (বিএনপি স্বতন্ত্র), নূরুল ইসলাম (বিএনপি স্বতন্ত্র),

আচমিতা ইউনিয়ন ইউনিয়ন থেকে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন- এ,কে,এম, এম মুর্শেদ সজিব (নৌকা), মো. মাহাবুবুর রহমান বাচ্চু (বিএনপি স্বতন্ত্র), মতিউর রহমান (বিদ্রোহী স্বতন্ত্র), মাওলানা মো. হাদিউল ইসলাম (স্বতন্ত্র), হান্নান (বিএনপি স্বতন্ত্র), জসীম উদ্দিন (বিদ্রোহী স্বতন্ত্র), মো.রফিকুল ইসলাম (বিদ্রোহী স্বতন্ত্র), আ: কাদির (স্বতন্ত্র),

মসূয়া ইউনিয়ন ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন- মো. আল আমিন (নৌকা), মোহাম্মদ রুহুল আমিন (বিদ্রোহী স্বতন্ত্র), মো. আবু বকর সিদ্দিক (বিএনপি স্বতন্ত্র), এখলাসছুজ্জামান (স্বতন্ত্র),

লোহাজুরী ইউনিয়ন ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এরা হচ্ছেন - মো.আতাহার উদ্দিন ভূইয়া রতন (নৌকা), হায়দার মারুয়া (বিএনপি স্বতন্ত্র), হুমায়ুন কবীর (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম (হাতপাখা) এবং জালালপুর ইউনিয়ন থেকে আ.খালেক সরকার রাজু (নৌকা), মো.হাবিবুর রহমান রুস্তম (স্বতন্ত্র), রফিকুল আলম (বিএনপি স্বতন্ত্র), মো.শাহনেওয়াজ ভূইয়া (বিদ্রোহী স্বতন্ত্র), মো. মতিউর রহমান (স্বতন্ত্র), গোলাপ মিয়া (স্বতন্ত্র), আসাদুজ্জামান ভূইয়া (বিএনপি স্বতন্ত্র) মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নেয়া হচ্ছে।
 

এবিএন/ধ্রুব রঞ্জন দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ