আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় ইস্তিসকার নামাজ আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৪

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য বগুড়ার দুপচাঁচিয়ায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে দিকে দুপচাঁচিয়া উপজেলায় গুনাহার ইউনিয়নের পালোকুড়ি ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করেন স্থানীয় মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওঃ জালাল উদ্দিন আহমেদ। নামাজ শেষে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। 

এলাকাবাসী মুসল্লি জাহিদুল ইসলাম জয় বলেন, অনাবৃষ্টি ও অতি তাপ প্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এ দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় আকাশের নিচে খোলা মাঠে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে আমরা মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছি। গত বুধবার চৌমুহনীতে এলাকাবাসীর আয়োজেেন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠেও বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ