আজকের শিরোনাম :

আজ মহাকবি কায়কোবাদের ১৬৭তম জন্মবার্ষিকী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪

আজ ২৫ ফেব্রুয়ারি মহাকবি কায়কোবাদের ১৬৭তম জন্মবার্ষিকী।  কবি কায়কোবাদ ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মহাকবি ১৯৫১ সালে ২১ জুলাই বার্ধক্য জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। পুরাতন আজিমপুর কবরস্থানে তাঁকে শায়িত করা হয়।

১৯০৪ সালে অমর কাব্যগ্রন্থ ‘মহাশ্মশান’ লিখে মহাকবি উপাধিতে ভূষিত হয়েছিলেন কায়কোবাদ। এ রকম অসংখ্য কবিতাসহ আধুনিক শুদ্ধ বাংলায় গীতিকাব্য, কাহিনীকাব্য, কাব্য উপন্যাস রচনা করে গেছেন তিনি।

এ উপলক্ষে কবির জন্মভূমি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আগলা মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আট বিশিষ্টজনকে কায়কোবাদ পদক দেওয়া হয়।  

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ