আজকের শিরোনাম :

অবশেষে আলাদা হলো জোড়া মাথার রাবেয়া-রুকাইয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ০০:১২

দীর্ঘ ৩০ ঘণ্টা অস্ত্রোপচারের পর অবশেষে আলাদা হলো পাবনার জোড়া মাথার দুই বোন রাবেয়া-রুকাইয়া।

শুক্রবার (০২ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের অস্ত্রোপচার সম্পন্ন করেছেন হাঙ্গেরির চিকিৎসকেরা।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে রাবেয়া-রুকাইয়ার অবস্থা স্থিতিশীল পর্যায়ে আছে। তবে এখনো তারা পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে জানুয়ারি মাসে প্রাথমিক অস্ত্রোপচারের জন্য দুই বোনকে হাঙ্গেরিতে পাঠানো হয়। সেখানে একবার অপারেশন করা হয়। ওই অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার স্থাপন করা হয়।

দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) নিউরোসার্জন আন্দ্রেস কসোকে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চূড়ান্তভাবে আলাদা হওয়ার পর তারা স্থিতিশীল পর্যায়ে আছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।’

হাঙ্গেরির দাতব্য সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে গরিব মানুষকে তারা সেবা দিয়ে থাকে।

অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা বলেছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away