আজকের শিরোনাম :

পুরোনো লুকে হোন্ডার নতুন মোটরসাইকেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ২১:৩৭

এইচ’নেস সিবি ৩৫০
পুরোনো লুকের নতুন বাইক নিয়ে এসেছে মোটরসাইকেল প্রস্তুতকারক হোন্ডা। ভারতের রয়েল এনফিল্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাইকটি। এরইমধ্যে মর্ডান ক্লাসিক সেগমেন্টে জায়গা করেছে এই বাইক।

১৯৬০-৭০ সালের দিকের মতো গোল হেডলাইট রয়েছে এতে। আর এই নতুন মোটরসাইকেলের মডেলের নাম এইচ’নেস সিবি ৩৫০। নতুন এইচনেস সিবি ৩৫০ মডেলের বাইকটি দুইটি মডেলে পাওয়া যাবে। একটি ডিএলএক্স অন্যটি ডিএলএক্স প্রো। রেট্রো স্টাইলের বাইকটি ৩৫০- ৫০০ সিসিতে পাওয়া যাবে।

ক্লাসিক লুকে শক্তিশালী ইঞ্জিনের মোটরসাইকেলটিতে হর্ন রয়েছে দুটো। এছাড়া স্মার্টফোন ভয়েস কন্ট্রোল রয়েছে।

নতুন নয় ধরনের সংযোজন থাকছে বাইকটিতে। বাইকটির সামনে থাকবে ১৯ ইঞ্চির অ্যালোয় চাকা। পিছনে থাকবে ১৮ ইঞ্চির চাকা সঙ্গে টিউবলেস টায়ার। এছাড়া ডিস্ক ব্রেকও থাকছে এই বাইকে। ইঞ্জিনের কার্যক্ষমতা ২০.৮ বিএইচপিতে ৫,৫০০আরপিএম।

তবে মোটরসাইকেলটির চূড়ান্ত দাম কত হবে তা এখনো নির্ধারিত হয়নি।

 

এবিএন/ইমরান/জসিম/এসই

এই বিভাগের আরো সংবাদ