আজকের শিরোনাম :

রয়েল এনফিল্ডের নতুন বাইক আসছে নভেম্বরেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১০:০৯

রয়েল এনফিল্ড মিটিয়র ৩৫০। ছবি: সংগৃহীত
রয়েল এনফিল্ডের নতুন মোটরসাইকেল বাজারে আসছে নভেম্বরেই। নতুন মডেলটির নাম দেয়া হয়েছে ‘মিটিয়র ৩৫০’।

অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬ নভেম্বর এই বাইক লঞ্চ করা হবে। এ ঘোষণার পরই অনেকে বরছেন, রয়েল এনফিল্ডের এই নতুন বাইক হন্ডার জাওয়া পেরাকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

থান্ডারবার্ড লাইন-আপের জায়গাতেই আসছে ৩৫০ সিসির এই বাইকটি। পাওয়া যাবে তিন রকমের— ফায়ারবল, স্টেলার এবং সুপারনোভা। রয়েল এনফিল্ডের ‘জে প্লাটফর্ম’ থেকে তৈরি এটাই প্রথম বাইক। জানা গেছে, ভারতে এই বাইকের দাম হতে পারে ১ লাখ ৭০ হাজার রুপি থেকে ১ লাখ ৯০ হাজার রুপির মধ্যে।

কেমন হবে এই বাইক? জানা গেছে, ফ্রেম থেকে ইঞ্জিন সবেতেই থাকছে নতুনত্ব। থাকবে ডাবল-ক্র্যাডল চেসিস। এয়ার কুলড ইউসিই ৩৫০সিসি ইঞ্জিন। একই সঙ্গে ইঞ্জিনে সিক্স স্পিড গিয়ারবক্স থাকতে পারে। নতুনত্ব মিলবে হেডলাইট, টেললাইট থেকে রিয়ার ফেন্ডার সর্বত্রই।

 

এবিএন/ইমরান/জসিম/এসই 

এই বিভাগের আরো সংবাদ