আজকের শিরোনাম :

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর লড়াই আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১৬:২৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামছে বার্সেলোনা, প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। ন্যু-ক্যাম্পে ম্যাচ শুরু রাত ১টায় । একই সময়ে অন্য ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় হোম ম্যাচে বায়ার্ন মিউ্খনি লড়বে চেলসি বিপক্ষে।

প্রথম লেগে নাপোলির মাঠে ১-১ এ ড্র করে ফিরেছিলো বার্সা, টুনামেন্টে টিকে থাকতে হলে আজ স্কোর লাইনে ব্যবধান টেনে জিততে হবে। মেসি,সুয়ারেজ, গ্রিজম্যান, ফাতি, কম্বিনেশনে টান পড়লেই মুদ্রার উল্টোপিঠ। কাউন্টার ব্লক করতে গিয়ে পা হরকালে ক্ষমার অযোগ্য অপরাধে মুখ লুকাতে হবে পিকেদের।

অ্যাওয়ায়ে ম্যাচের অ্যাডভান্টেজ নিয়ে কাতালানাদের ঘরে হানা দিতে প্রস্তুত নাপোলি। কিকে সেতিনের ফরমেশন ব্রেক করতে নাপোলি কোচ ইভান জেন্নারোর কৌশল হতে পারে প্রথম পনেরো মিনিটের মধ্যে গোল আদায়ের ঝড়।কেননা গোলের ম্যাচে ড্র হলেও অ্যাওয়ায়ে অ্যাডভান্টেজে জিতে যাবে নাপোলি।

বায়ার্ন চেলসি লড়াই অআলিয়াঞ্জ অ্যারেনায়। পরীক্ষাটা মূলত চেলসির। হোম ম্যাচে ৩-০ তে হারের পর অ্যাওয়ে ম্যাচে দরকার বড় জয়। অলিভিয়ের জিরু, উইলিয়ানদের দিয়েই কাজটা করতে চান কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। পেদ্রো বোরহা রা নামের প্রতি সুবিচার করতে পারলে কাজটা কঠিন তবে অসম্ভবনা সেটা ভালো করেই জানে ব্লুরা।

ঘরের মাঠে গোল হজম করলে তার মাশুল হয় দ্বিগুন। কপাল খারাপ হলে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকেই, গেলো রাতেই প্রমান পেয়েছে য়্যুভেন্তাস। সেই দৃশ্য দেখেই সতর্ক জার্মান জায়ন্ট বায়ার্ন। যদিও জয় অথবা ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। থমাস মুলার, লেরয় সানে, লেওয়ান ডওস্কির মত অস্ত্র গুলো ঠিক ঠাক কাজ করলে আজকের ডাগ আউটে রিলাক্স মুডেই থাকবেন বায়ার্ন কোচ ফ্লিক।  কারণ প্রথম লেগে চেলসির মাঠ থেকে নিয়ে আসা ৩-০ ব্যবধানের জয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ