আজকের শিরোনাম :

আইপিএলে স্পন্সর থাকছে চীনা কোম্পানিই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০, ১৮:০৭

আরব আমিরাতে ১৯শে সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। মিলেছে ভারত সরকারের গ্রিন সিগনাল। আইপিএলে থাকছে চিনা স্পনসরই। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক অটুটই থাকছে।

ভারত-চিন সীমান্ত সংঘর্ষে সম্প্রতি উত্তাল হয়েছে পূর্ব লাদাখ। গালোয়ানের ঘটনার পর কূটনৈতিক স্তরে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ইতিমধ্যেই দু’দফায় বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে দিল্লি।

সৌরভ গগাঙ্গুলীর ভারতীয় ক্রিকেট বোর্ডও দাবি করেছিল, আইপিএল স্পনসর চিনা মোবাইল কোম্পানি ভিভোর সঙ্গে সম্পর্কের পর্যালোচনা করার। কিন্তু রবিবার জল্পনার অবসান ঘটিয়ে চুক্তি মেনেই এই মরশুমে আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল সংস্থা ভিভোতেই সিলমোহর বসানো হল।

আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হলো দলগুলির কাছে থাকছে কোভিড রিপ্লেসমেন্ট নেওয়ার সুযোগ। এই পরিবর্তনের ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যাা থাকছে না। যত ক্রিকেটার আক্রান্ত হবে সম সংখ্যায় বিকল্প ক্রিকেটার নেওয়া যাবে।

আরব আমিরাতের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের ম্যাচ। আট দলের ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই, শারজা ও আবুধাবিতে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। সেটি ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের সময়। এবার করোনা পরিস্থিতির কারণে আইপিএলের ভেন্যু হিসেবে আমিরাতকে বেছে নিতে হচ্ছে বিসিসিআইকে।

আইপিএলের ম্যাচগুলো হবে দুই সময়ে। বিকেলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটায়। সন্ধ্যার ম্যাচটি সাড়ে সাতটায়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ