আজকের শিরোনাম :

ফ্র্যাঞ্চাইজিদের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০০:৫৯

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এর আগেও বেশ কয়েকবার খেলেছেন, পারফর্মও করেছেন ভালো। এ জন্য তামিম ইকবালের দিকে আলাদা নজর থাকারই কথা ফ্র্যাঞ্চাইজিদের। এবারের আসরেও তাকে খেলাতে ভীষণ আগ্রহী ছিল একটি ফ্র্যাঞ্চাইজি।

কয়েকবার সেজন্য যোগাযোগও করা হয়েছে ওই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। প্রস্তাবটাও লোভনীয় ছিল, ৯০ হাজার ডলারের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৬ লাখ টাকা। তবে অনেক চিন্তা ভাবনা করে আজ বুধবার (১৫ জুলাই) সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে এবারের সিপিএল। তবে তামিম জানিয়ে দিয়েছেন, সেখানে খেলা সম্ভব নয়। এ ব্যাপারে দেশসেরা ওপেনার বলেন, “প্রস্তাবটি বেশ আকর্ষণীয় ছিল। গত তিন চারদিন যাবত কথা চলছিল। তবে অনেক কিছু ভাবনায় রাখতে হয়েছে আমাকে। আজ ‘না’ করে দিয়েছি।”

তিনি বলেন, ‘এমনিতে আমাদের দেশে এখন করোনা পরিস্থিতি ভালো নয়। বাইরে খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা কঠিন। কেননা সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। এছাড়া ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে পারে। সব মিলিয়েই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের কারণে এখন বন্ধ আছে ঢাকা প্রিমিয়ার লিগ। গত মার্চে এক রাউন্ডের খেলা হয়েছে। সেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেন তামিম। এরই মধ্যে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর চেষ্টা চলছে। ইদের পর প্রিমিয়ার লিগ শুরু হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ