আজকের শিরোনাম :

ঋষভের জীবনের প্রথম সেঞ্চুরিতে ১৭টি রেকর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০১৮, ১১:৫৫

ঢাকা, ১২ মে, এবিনিউজ : গত বৃহস্পতিবার (১০ মে) ফিরোজ শাহ কোটলায় হায়দরাবাদের বোলারদের বিপক্ষে ঝড় তুললেন ঋষভ পান্ত। জীবনের প্রথম আইপিএল সেঞ্চুরির (৬৩ বলে অপরাজিত ১২৮) হাত ধরেই গড়লেন ১৭টি রেকর্ড। ঋষভ এমন বিধ্বংসী ইনিংস খেলে প্রশংসা কুঁড়িয়েছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের থেকে। সুরেশ রায়না ট্যুইটারে লিখলেন যে, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। অসাধারণ একটা ইনিংস দেখলেন।

এক নজরে দেখে নেয়া যাক তার রেকর্ডগুলো।

১) একাদশতম আইপিএলে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন ঋসভ পান্ত।

২) টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করলেন পান্ত।

৩) ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে ২৬ রান এসেছে ঋষভের ব্যাট থেকে। এখনও পর্যন্ত এটাই তার সবচেয়ে দামি ওভার।

৪) ১০৮৫ রান- আইপিএলে দিল্লির জার্সিতে ঋষভের ব্যাট থেকে এসেছে এই রান। দিল্লির জার্সিতে পঞ্চম সর্বোচ্চ স্কোরার হয়ে গেলেন তিনি। প্রথম চারজন হলেন বীরেন্দ্র শেবাগগ (২১৭৪), ডেভিড ওয়ার্নার (১৪৩৫), গৌতম গম্ভীর (১১৮২), ও শ্রেয়স আয়ার (১১৬১)।

৫) ১২৮ নট আউট- দিল্লির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

৬) ১৬৩.৬৫- সব মিলিয়ে দিল্লির হয়ে খেলা কোনও ব্যাটসম্যানের এটাই দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট।

৭) ৫৭টি ছক্কা- তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শেবাগ (৮৫টি) ও ওয়ার্নারের (৫৮) পর সবচেয়ে বেশি ছয় মারলেন পান্ত।

৮) ১০২ রান- বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মিলিয়ে রান করার ক্ষেত্রেও সর্বাধিক পান্ত। ১৫টি চার ও ৭টি ছয় মারলেন তিনি।

৯) দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ২০ বছর ২১৮ দিনের মাথায় আইপিএলে ১০০০ রান করলেন পান্ত। এর আগে ২০০৯ সালে আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করেন মনীশ পান্ডে। তখন তার বয়স ছিল ১৯ বছর ২৫৩ দিন।

১০) আইপিএলে ৩১তম (১৩তম ভারতীয়) ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন।

১১) ৫৬টি চার- এখনও পর্যন্ত এই মৌসুমে এতগুলি চার মেরেছেন পান্ত। যা আর কেউ পারেননি।

১২) ২৭টি ওভার বাউন্ডারি – এই মৌসুমে এটাই  মহেন্দ্র সিং ধোনির ছয়ের সংখ্যা। তাও ছুঁয়ে ফেললেন পান্ত।

১৩) ৫০০+রান- এই আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রান টপকে গেলেন পান্ত। ১১ ম্যাচে ৫২১ রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় দিলেন তিনি।

১৪) ১৫টি চার- এই মৌসুমে এক ইনিংসে সর্বাধিক চার মারার নজির এটাই। সেটাও এখন ঋষভের দখলে।

১৫) ১৫টি চারের সৌজন্য পান্ত এখন আইপিএলের ইতিহাসে। এক ইনিংসে দ্বিতীয় সর্বাধিক বাউন্ডারি মারলেন তিনি। ছুঁয়ে ফেললেন মুরলী বিজয় ও কুইন্টন ডি কককে । এই তালিকায় সবার উপরে এবি ডিভিলিয়ার্স। এক ইনিংসে ১৯টি চার মেরেছিলেন তিনি।

১৬) ৫৬ বলে সেঞ্চুরি- পান্ত দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মৌসুমে সেঞ্চুরি করলেন।

১৭)এই ম্যাচে পান্তের অপরাজিত ১২৮ রান যে কোনও হেরে যাওয়া দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে আইপিএলের প্রথম মৌসুমে অ্যান্ড্রু সাইমন করেছিলেন অপরাজিত ১১৭ রান রাজস্থানের হয়ে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ