আজকের শিরোনাম :

আইসিসির নজরে শ্রীলংকার তিন ক্রিকেটার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ২০:৪০ | আপডেট : ০৫ জুন ২০২০, ২১:০৪

শ্রীলংকার সাবেক-বর্তমান ক্রিকেটার ও বোর্ডের ওপর দীর্ঘদিন নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগ (আকসু)। এর আগে লংকান সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা সনাথ জয়সুরিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে আকসু। আইসিসির নজরে আছে দেশটির আরও ক্রিকেটার।

শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বিষয়টির সত্যটা নিশ্চিত করে বলেছেন, ‘ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা ও সততা কমে যাওয়ায় আমরা দুঃখিত।’ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে তারা সাবেক না বর্তমান তা নিশ্চিত করা হয়নি।

লংকান ক্রিকেট বোর্ড অবশ্য ধারণা করছে বর্তমান দলের কোনও ক্রিকেটার এর সঙ্গে জড়িত নয়। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের দৃঢ় বিশ্বাস আইসিসির যে তদন্তের কথা ক্রীড়ামন্ত্রী বলেছেন, তা শ্রীলংকার সাবেক তিন ক্রিকেটারের বিরুদ্ধে। বর্তমান দলের কোন ক্রিকেটার এর সঙ্গে জড়িতের সন্দেহে নেই।’

ওদিকে দেশটির তিন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর তদন্তের খবরের মধ্যে শ্রীলংকার পেসার শেহান মাদুশঙ্কার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে লংকান পুলিশ তাকে হেরোইন পাচারের অভিযোগে আটক করে। এরপর বোর্ড তার সঙ্গে চুক্তি বাতিল করে। এ ব্যাপারে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ওর ওপর দেশের অনেক প্রত্যাশা ছিল এ ঘটনা তাই দুঃখজনক।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ