আজকের শিরোনাম :

ফাঁকা গ্যালারিতেই ক্রিকেট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০১:০০

ফাঁকা গ্যালারিতে আইপিএল শুরুর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। এবার করোনাভাইরাসের কারনে বন্ধ ক্রিকেট, দুর্যোগ পরবর্তী সময়ে ফাঁকা স্টেডিয়াসে শুরু করার পক্ষে নিজের মত দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার।

তবে কোনোভাবেই করোনা সংকটকালে নয়, এই সংকট কেটে যাওয়ার পরই পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট শুরু হোক- চান ল্যাঙ্গার। তবে সেটা অবশ্যই বন্ধ দরজায়, ফাঁকা গ্যালারির স্টেডিয়মের মধ্যে।

করোনাভাইরাসের কারণে অন্যসব খেলাধুলার মতই পৃথিবীব্যাপী স্তব্ধ হয়ে গেছে ক্রিকেটও। এমন সময় লকডাউন কিংবা নিষেধাজ্ঞা উঠলেও গ্যালারি ভর্তি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার বিষয়টি হয়তো একটু সময়সাপেক্ষ ব্যাপার হবে। তাই ক্রিকেটাররা কিংবা বিভিন্ন দেশ ক্লোজ-ডোর ক্রিকেটকেই বেছে নেবে বলে মনে করেন সাবেক অসি ওপেনার।

বিবিসি রেডিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যঙ্গার বলেন, ‘আমরা প্রত্যেকেই কম বয়সে যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন খেলা দেখতে কোনো দর্শক হাজির থাকে না। আমরা তখন ভালোবাস থেকেই ক্রিকেটটা খেলি। খেলার মজা তো থাকেই, সঙ্গে থাকেন সতীর্থরা। আর এ ক্ষেত্রে ক্লোজ-ডোর শুরু হলেও টেলিভিশন কিংবা রেডিওর মাধ্যমে বিনোদন দেওয়া সম্ভব ক্রিকেটপ্রেমীদের।’

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার কারণে ক্রিকেট বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ক্লোজ-ডোর ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ল্যাঙ্গার প্রশিক্ষণাধীন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ জিতলেও সিডনি এবং হোবার্টে সিরিজের বাকি ম্যাচ দু’টি বাতিল হয়ে যায়।

আপাতত বিশ্বব্যাপী করোনার যে করাল গ্রাস সেটা থেকে বেরিয়ে চটজলদি ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা নেই। আর যদি ক্রিকেট শুরু করতেই হয় তবে বন্ধ দরজার মধ্যেই শুরু করা সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন ল্যাঙ্গার। সবচেয়ে বড় কথা ক্রিকেটটা অন্তত শুরু হলে তা অনুরাগীদের বুস্টআপ করবে বলে মনে করেন ল্যাঙ্গার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ