আজকের শিরোনাম :

শাস্তির সম্মুখীন বোয়াটেং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০০:৫৬

জার্মানি সরকারের লকডাউন নিয়ম না মানায় জেরোমি বোয়াটেংকে শাস্তি হিসেবে জরিমানা করেছে বায়ার্ন মিউনিখ। অসুস্থ ছেলেকে দেখতে মিউনিখ থেকে বের হয়ে এই বিপাকে পড়েন বায়ার্নের এই ডিফেন্ডার।

শহর ছাড়ার পর দুর্ঘটনায় পড়েন বোয়াটেং। তবে বিস্ময়করভাবে অক্ষত থাকেন তিনি। তবে এরপরই প্রকাশ পেয়ে যায় তার লকডাউন ভাঙার খবর।

কি পরিমাণ অর্থ জরিমানা হিসেবে কাটা হবে সেটা এখনও জানায়নি জার্মান ক্লাবটি। তবে তারা জানিয়েছেন, মিউনিখ হাসপাতালে বোয়াটেংয়ের জরিমানার অর্থ দান করা হবে।

ক্লাবের সিদ্ধান্তকে সম্মান করছেন এই ডিফেন্ডার। তবে একে দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি।

“আমি জানি, আমার ভ্রমণ সম্পর্কে ক্লাবকে না জানানো অবশ্যই ভুল ছিল কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় শুধু ছেলেই ছিল। তার শরীরের অবস্থা ভালো ছিল না। যখন ছেলে বাবাকে ডাকবে, সেটা যে সময়ই হোক আমি যাব।”

“এর জন্য আমি যেকোনো শাস্তি মেনে নিতে রাজি, সর্বোপরি সে আমার ছেলে। আমি সে সব বাবাদের দেখতে চাই, যারা এমন মুহূর্তে চার বছরের ছেলেকে দেখতে যাবে না। এর জন্য যদি শাস্তি থাকে, তাহলে আমি এটা সম্মান করি। এটা আমার কাছে দুঃখজনক।”

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ