আজকের শিরোনাম :

করোনায় মারা গেলেন সাবেক মার্শেই সভাপতি পাপ দিউফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১৮:৪০

করোনাভাইরাসে ক্রীড়াঙ্গনে মৃত্যু হলো আরেকজনের। মঙ্গলবার ফরাসি ক্লাব মার্শেইর সাবেক সভাপতি পাপ দিউফ মারা গেছেন প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সেনেগালে জন্ম নেওয়া দিউফ মার্শেইর সভাপতি ছিলেন ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত। সভাপতি হয়ে ইতিহাসও গড়েন সে সময়। ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি সভাপতি নির্বাচিত হন। এই সময়ে লিগ ওয়ানে দুবার রানার্স আপ হয় মার্শেই। দিউফ সরে দাঁড়ানোর পরের বছর (২০১০ সালে) তার গড়ে দেওয়া মঞ্চেই ফরাসি লিগ চ্যাম্পিয়ন হয় তারা। যেটি ঘটেছিল ১৮ বছর পর!

তাই এমন সংগঠকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্লাবটিতে। টুইটারে মার্শেই বলেছে, ‘ক্লাবের সর্বকালের অন্যতম সেরা কারিগর হিসেবে মার্শেইর হৃদয়ে আজীবন থাকবেন পাপ দিউফ।’

দিউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক ফরাসি ও লিভারপুল স্ট্রাইকার জিবরিল সিসেও, ‘ফরাসি ফুটবল আজ মহান এক মানুষকে হারালো।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ