আজকের শিরোনাম :

দুর্দান্ত জয়ে সবার আগে অলিম্পিকে আর্জেন্টিনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৬

লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলার টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধ শেষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৫০ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। দলের হয়ে গোল করেন আগুস্তিন উরসি। এর ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস।

ম্যাচের ৬৭ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় কলম্বিয়া। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় আছে ব্রাজিল। নিজেদের তৃতীয় ম্যাচে রবিবার (৯ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এ ম্যাচ জিততে পারলে অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করবে তারাও।

উল্লেখ্য, স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট। লাতিন আমেরিকা অঞ্চল থেকে খেলার সুযোগ পাবে দুটি দল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ