আজকের শিরোনাম :

ধোনিকে ছাড়িয়ে যেতে কোহলির চাই ২৫ রান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:১৮

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিরাট কোহলি। অভিষেকের পর থেকেই অতিমানবীয় ব্যাটিং করে গড়ছেন একের পর এক রেকর্ড। এ ব্যাটসম্যান আর মাত্র ২৫ রান করলে টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে পেছনে ফেলবেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।

বুধবার (২৯ জানুয়ারি) সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা ভারত এ ম্যাচ জিতলে নিশ্চিত করবে সিরিজ জয়।

এছাড়া এ ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সামনে রয়েছে অনন্য এক মাইলফলক অর্জনের সুযোগ। এ ম্যাচে ২৫ রান করলেই ভারতের জার্সিতে অধিনায়ক হিসেবে টি-টুয়েন্টি সর্বোচ্চ রানের মালিক হবেন কোহলি। অধিনায়ক কোহলির টি-টুয়েন্টি রান ১০৮৮। অন্যদিকে অধিনায়ক হিসেবে ধোনি টি-টুয়েন্টিতে করেছেন ১১২২ রান।

অধিনায়ক হিসেবে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার রান ১২৭৩। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের রান ১১৪৮। তালিকার তিন নম্বরে রয়েছেন ধোনি। এ ম্যাচে ধোনিকে টপকে গেলে এ তালিকার তিন নম্বরে জায়গা করে নেবেন কোহলি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ