আজকের শিরোনাম :

ব্যাটসম্যানদের দাপটে দিন শেষে এগিয়ে জিম্বাবুয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০০:৩৩

হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৫২ রান তুলে দিন শেষ করেছে তারা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সেন উইলিয়ামস। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২১ রানেই ওপেনার প্রিন্স মাসভাউরেকে হারায় তারা। এরপর ৪৯ রানে ফিরে যান তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ক্রেগ অরভিন (১২)।

২ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়ের হাল ধরেন কেভিন কাসুজা ও ব্রেন্ডন টেইলর। দলীয় ১১৪ রানে কাসুজা (৩৪) আউট হলে ইনিংসের তৃতীয় ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর হাফসেঞ্চুরি তুলে নিয়ে ১৩৩ রানে ফেরেন টেইলরও। ফেরার আগে টেইলর করেন ৬৬ রান।

দ্রুত দুই উইকেট তুলে নিলেও শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ দেননি উইলিয়ামস ও সিকান্দার রাজা। এ দুইজন গড়ে তোলেন ১৫৯ রানের দুর্দান্ত এক জুটি। তাদের ব্যাটেই বড় সংগ্রহ পায় স্বাগতিক দল। ৭৬ রান করে রাজা আউট হলেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। তিনি আউট হন ১০৭ রানে।

২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময় কাটিয়ে দিয়েছেন রাগিস চাকাভা ও টিনোটেন্ডা মুতম্বোজি। ৬ উইকেটে ৩৫২ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে জিম্বাবুয়ে। চাকাভা ৩১ ও মুতম্বোজি ১০ রান নিয়ে অপরাজিত আছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ