আজকের শিরোনাম :

লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১৭:৩৮ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:৫৪

লাহোরে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার সিরিজের শেষ টি-২০'তে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ৫টার দিকে মাঠ পরিদর্শন করে এই সিদ্ধান্ত দেয় ম্যাচ রেফারিরা। এর ফলে ২-০ ব্যবধানে সিরিজ শেষ করলো স্বাগতিক পাকিস্তান। অর্থাৎ টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই সিরিজ শেষ করল স্বাগতিকরা।

এর আগে, সিরিজের শেষ টি-২০তে হানা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে সেটা হয়নি এখনও। যদিও প্রথম ও দ্বিতীয় টি-২০’তে হেরে বাংলাদেশ সিরিজ খুঁইয়েছে আগেই।

তৃতীয় ওয়ানডে'তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন।

উল্লেখ্য, লাহোরে সিরিজের প্রথম টি-২০’তে তবু লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। ১৪১ রানের পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে পেরেছিল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তানের কাছে। মাত্র ১৩৬ রান করে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ