আজকের শিরোনাম :

ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল তারকা নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৯:৫২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সাবেক বাস্কেটবল তারকা কবে ব্রায়ান (৪১) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ব্রায়ান ছাড়াও চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে নিহত কবে ব্রায়ান ছাড়া বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।

এ দিকে,  নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় কবে ব্রায়ানের ১৩ বছর বয়সী কন্যা জিয়ানাও নিহত হয়েছে।

স্থানীয় সময় রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলসের আইনশৃঙ্খলা বাহিনী এক টুইট বার্তায় দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। কবে ব্রায়ান বাকি চার জনসহ তার ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে ভ্রমণ করছিলেন। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে তাদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।

ব্রায়ান ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। লস অ্যাঞ্জেলসে লেকারসের হয়ে দুই দশক খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। ২০১৬ সালে তিনি অবসরে যান। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রায়ান।

২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান। এ ছাড়া ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য জিতেছিলেন অস্কার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ