আজকের শিরোনাম :

স্প্যানিশ লা লিগা

বার্সাকে টপকে গেল রিয়াল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৯:২৭

ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনার পরাজয় (২-০) লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ আসে রিয়াল মাদ্রিদের সামনে। সেই সুযোগ হাতছাড়া করেনি জিনেদিন জিদানের দল। নাচো ফার্নান্দেজের একমাত্র গোলে রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে এককভাবে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে নিয়েছে রিয়াল।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে ভায়াদোলিদকে তাদেরই মাঠে ০-১ গোলে পরাজিত করেছে রিয়াল। মজার বিষয় হচ্ছে ভায়াদোলিদ এখন পর্যন্ত রিয়ালকে হারাতে পারেনি। আট দেখায় দুই ড্র; বাকি ম্যাচ জিতেছে রিয়াল।   

পুরো ম্যাচেই দুদলের সামনে দারুন কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি হয়। কিন্ত সবচেয়ে সহজ সুযোগটি মিস করে দলকে বিপদের মুখে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

পয়েন্ট ভাগাভাগি যখন প্রায় সুনিশ্চিত ঠিক তখনই খেলা শেষ হওয়ার ১২ মিনিট পূর্বে হেড থেকে গোল করে দলকে তিনটি পয়েন্ট এনে দেন নাচো ফার্নান্দেজ। ৭৮ মিনিটে টনি ক্রুসের ক্রসে হেডে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

এই জয়ে ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ