আজকের শিরোনাম :

‘কাতার বিশ্বকাপই মেসির শেষ সুযোগ’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০০:২২

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শুধু বর্তমানেরই নয় মেসিকে সর্বকালের সেরা ফুটবলারদের একজনও ভাবেন অনেকেই। তবে এ ফুটবলারই এখনো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পাননি। চারবার বিশ্বকাপ খেললেও ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তার।

ক্লাব বার্সেলোনার হয়ে সম্ভাব্য সকল শিরোপাই জিতেছেন মেসি। এছাড়া ব্যক্তিগত সব সেরার মুকুটই মেসির অর্জন করা হয়ে গেছে। এমনকি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। তবে বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি মেসি। মেসির বয়স বর্তমানে ৩২ বছর। তাই ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন তিনি। আর এটাই মেসির আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ। সাবেক আর্জেন্টাইন ফুটবলার ভেরনও এমনটাই মনে করেন। সম্প্রতি চীনের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভেরন বলেন, ‘২০২২ বিশ্বকাপ হয়তো মেসির শেষ সুযোগ। যেহেতু এটাই শেষ সুযোগ, তাই কীভাবে গোল করা যায় তাকে সেদিকেই মনোযোগ দিতে হবে।’

আর্জেন্টিনার জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন ভেরন। বর্তমানে তিনি আর্জেন্টিনার এস্তাদিয়ান্তেস দি লা প্লাতা ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর্জেন্টিনার হয়ে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ৯টি গোলও করেছেন তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ