আজকের শিরোনাম :

অস্ট্রেলিয়ার ৪১৭ রানের লিড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪

পার্থ টেস্টের তৃতীয় দিনে ১১ উইকেটের পতন ঘটেছে। এমন উইকেট পতনের দিনে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে ১৬৬ রানে। এর পর অস্ট্রেলিয়ার তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টিম সাউদির বোলিং তোপের মুখে পড়ে। তার তোপের দিনেও অস্ট্রেলিয়া ৪১৭ রানের লিড নিয়েছে।

৫ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা নিউজিল্যান্ড শনিবার তৃতীয় দিনে ব্যাট করতে নামে। বাকি ৫টি উইকেট হারিয়ে তারা ৫৭ রানের বেশি করতে পারেনি। তাতে ১৬৬ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৫টি উইকেট নেন। ২টি উইকেট নেন নাথান লায়ন।

২৫০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৪৪ রানে ডেভিড ওয়ার্নারের উইকেট হারানোর পর জো বার্নস ও মার্নাস ল্যাবুশানে টানেন দলকে। ১৩১ রানের মাথায় ল্যাবুশানে ৫০ ও ১৪৮ রানের মাথায় জো বার্নস ৫৩ রান করে আউট হওয়ার পর দ্রুত আরো তিনটি উইকেট হারায় অজিরা। ফিরে যান স্টিভেন স্মিথ (১৬), ত্রাভিস হেড (৫) ও অধিনায়ক টিম পেইন (০)। এরপর ম্যাথু ওয়েড ও প্যাট কামিন্স মিলে দিনের বাকি সময়টুকু পার করেন। ওয়েড ৮ ও কামিন্স ১ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল রোববার আবার ব্যাট করতে নামবেন। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ৪১৭ রানের লিড নিয়েছে।

অস্ট্রেলিয়ার যে ছয়টি উইকেটের পতন ঘটেছে তার ৪টিই নিয়েছেন টিম সাউদি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ