আজকের শিরোনাম :

খুলনাকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ২০:১৮ | আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে সাগড় পাড়ের দলটি। শেষ দিকে অলরাউন্ডার মুক্তার আলীর অপরাজিত ২৯ রানের ভর করে লড়াকু সংগ্রহ নাসির-ইমরুলরা।

এর টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার লিন্ডন সিমন্স ও ওয়ালটন। দু'জনে গড়ে তুলেন ৪২ রানের পার্টনারশিপ। দলীয় ৪৫ রানে খুলনার শফিউলের বলো বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ২৬ রান করেন ক্যারিবীয় ওপেনার সিমন্স। তার বিদায়ে ক্রিজেও বেশিক্ষণ স্থায়ী হননি ওয়ালটন।

এরপর ক্রিজে আসেন গতম্যাচে অসাধারণ খেলা ইমরুল কায়েস। বেশিক্ষণ থাকতে পারেননি ১৪ বলে ১২ করে রানআউটের ফাঁদে পড়েন তিনি। এদিকে নাসির ও নুরুল হাসানে ব্যাটে হাসতে থাকে চট্টগ্রামের সমর্থকরা। দু'জনে গড়ে তুলেন ৩৭ রানের পার্টনাশিপ। নাসির করেন ২৭ বলে ২৪ রান। সোহান করেন ১৭ বলে ১৯ রান।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ