আজকের শিরোনাম :

সোনা জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৩ রান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৫

সাউথ এশিয়ান গেমসের ক্রিকেটে নারীদের পর পুরুষদের সোনা জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২৩ রান। নেপালের কির্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়।

আগেরদিন গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের কারণে ফাইনাল নিয়ে অনেকেই শঙ্কায় পড়ে গিয়েছিলেন। কিন্তু আজ এসএ গেমস ক্রিকেটের ফাইনালে সেই শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে করতে পেরেছে কেবল ১২২ রান।

টস জিতে শ্রীলঙ্কাকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার কিন্তু কিছুটা ভয়ই ধরিয়ে দিয়েছিল। ২৮ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেলেছিল তারা।

পঞ্চম ওভারে সুমন খানের বলে ওপেনার নিশান মধুশাঙ্কা ফার্নান্দো ১৬ রানে আউট হয়ে যান আফিফ হোসেন ধ্রুবর হাতে ক্যাচ দিয়ে। পাথুম নিসাঙ্কা আউট হন ২৪ বলে ২২ রান করে। সর্বোচ্চ ২৫ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান শাম্মু আসান। ১২ রান করে অধিনায়ক চারিথ আসালঙ্কা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ। তানভীর ইসলাম নেন ২ উইকেট। ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন পেসার সুমন খান।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ