আজকের শিরোনাম :

মেসি ফিরলেও ভয় পাচ্ছে না ব্রাজিল : সিলভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০১:৫৩

ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই ফুটবলভক্তদের মাঝে অন্যরকম উন্মাদনা। ফুটবলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যকার ১১২তম ম্যাচে মাঠে নামছে আগামী ১৫ নভেম্বর। সৌদি আরবের কিং স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। পুরো ফুটবল বিশ্ব আরও একটি সুপার ক্লাসিকোর সাক্ষী হবে সেদিন।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। সর্বশেষ কোপা আমেরিকায়, কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় তিন মাস নিষিদ্ধ হয়েছিলেন বার্সেলোনা তারকা।

তবে মেসি ফেরায় ভয় পাচ্ছে না ব্রাজিল। থিয়াগো সিলভা জানালেন, মেসি ফিরলেও শঙ্কিত নন তারা। তিনি বলনে, ‘আমরা শঙ্কিত নই, তবে তার (মেসিকে) বিপক্ষে খেলার সুযোগ পেয়ে গর্বিত। আর্জেন্টিনায় তাদের তারকা (মেসি) আছে, আমাদের নেই (নেইমার)। কিন্তু ব্রাজিল ব্রাজিল-ই। কোপা আমেরিকায় জিতে আমরা তা দেখিয়েছি।’

সিলভা আরও বলেন, ‘দুই দলেরই জেতার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আশা করব, মাঠে আমরা ওদের চেয়ে বেশি উজ্জীবিত থাকব।’

উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা শেষবার মুখোমুখি হয়েছিল সর্বশেষ কোপা আমেরিকার সেমিফাইনালে। স্বাগতিক ব্রাজিল সে ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ