আজকের শিরোনাম :

'আপত্তিকর' উদযাপন, ২ ম্যাচ নিষিদ্ধ শাকিরি-জাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ২০:৪৮

ঢাকা, ২৪ জুন, এবিনিউজ : বিতর্কের রেশ চলছেই। রুশ বিশ্বকাপে ক্রমশ চেপে বসছে রাজনৈতিক রঙের প্রলেপ। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে চেচনিয়ার সাম্মানিক নাগরিকত্ব প্রদান ঘিরে আলোচনা ছাড়িয়েছে। এবার জাতিগত বৈরিতার প্রসঙ্গে বিতর্কে জড়ালেন ২ সুইস ফুটবলার জাকা ও সাকিরি।

গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোলের পর 'ইঙ্গিতপূর্ণ' উদযাপনের দায়ে বিশ্বকাপে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুইজারল্যান্ডের তারকা খেলোয়াড় জার্দান শাকিরি ও  গ্রানিত জাকাকে।

গ্রানিত জাকা আর জেরদান শাকিরি দুইজনই জাতিগতভাবে আলবেনীয় এবং তারা কসোভো থেকে সুইজারল্যান্ড পাড়ি জমিয়েছেন। এই কসোভোতেই সার্বিয়া আলেবনীয় জনগণের ওপর নির্যাতন চালিয়ে ছিল যা ১৯৯৯ সালে ন্যাটোর হস্তক্ষেপে বন্ধ হয়।

গোল করার পর দু'জনই হাত দিয়ে ঈগলের মতো ভঙ্গি করেছেন এবং এই ঈগল আলবেনিয়ার পতাকারই প্রতীক। সে জন্যই ক্ষিপ্ত সার্বিয়া ফুটবল ভক্তরা। কসোভোর সার্বিয়ার একটি প্রদেশ ছিল যা ১০ বছর আগে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। শুরু কসোভোকে স্বীকৃতি দিতে চায়নি সার্বিয়া। কসোভোর অধিকাংশ মানুষই আলবেনীয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ