আজকের শিরোনাম :

এবারের ফুটবল বিশ্বকাপে প্রথম লালকার্ড দেখলেন সানচেস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ১৩:৩৩

ঢাকা, ২০ জুন, এবিনিউজ : বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়ে লাল কার্ড দেখলেন কার্লোস সানচেস। সারানস্কের মরদোভিয়া অ্যারেনায় মঙ্গলবার জাপানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শুরুর ২ মিনিট ৫৬ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান এই মিডফিল্ডার।

ডি-বক্সে শিনজি কাগাওয়ার গোলমুখী জোরালো শট সানচেস হাত দিয়ে ঠেকিয়ে দেন। এরপরই লালকার্ড দেখে বিদায় নেন কলম্বিয়ান এই তারকা। এবারের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন তিনি।

এর আগে সবচেয়ে দ্রুততম সময়ে লালকার্ড দেখার রেকর্ডটিও উরুগুইয়ানদের দখলেই। আর সেই ব্যক্তিটি হলেন হোসে আলবের্তো বাতিস্তা। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৪ সেকেন্ডে মাঠ ছাড়তে হয় উরুগুয়ের এই খেলোয়াড়কে। এদিকে লাল কার্ড দেখে বিদায় নেওয়ায় আগামী রোববার পোল্যান্ডের বিপক্ষে কলম্বিয়ার দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না কার্লোস সানচেস।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ