আজকের শিরোনাম :

ম্যাচসেরার পুরস্কার একে-৪৭ রাইফেল!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

ক্রীড়াবিশ্বের সব খেলায়ই সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। সাধারণত পুরস্কার হিসেবে পদক, অর্থসহ বিভিন্ন কিছু দেয়া হয়। তবে রাশিয়ার আইস হকি দলের এক খেলোয়াড় ম্যাচসেরার পুরস্কার পেলেন একে-৪৭ রাইফেল। এর আগে বোধহয় প্রাণঘাতী এমন অস্ত্র ম্যাচসেরার পুরস্কার হিসেবে কেউ পায়নি।

পশ্চিম রাশিয়ায় অবস্থিত এ হকি ক্লাব ইজাস্তাল। আর এ অঞ্চলে উৎপাদন করা হয় অস্ত্র একে-৪৭ রাইফেল।  যার নির্মাতা মিখাইল কালাশনিকভ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, দলের গোলরক্ষক সেভলি কনোনোভকে ম্যাচসেরার স্বীকৃতি হিসেবে একে-৪৭ রাইফেল দেয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী তিনি আত্মরক্ষার্থে এ অস্ত্র সাথেও রাখতে পারবেন।

চিরপ্রতিদ্বন্দ্বী শেলমেটের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পায় ইজাস্তাল। জয়ের পর দলের কোচ একে-৪৭ রাইফেলটি নিয়ে ঢুকেন ড্রেসিংরুমে। সেখানে তিনি রাইফেলটি ধরে ঘোষণা দেন, 'এটি তার সহকর্মীদের দ্বারা নির্বাচিত সেরা খেলোয়াড়কে দেওয়া হবে।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ