আজকের শিরোনাম :

রিয়াল বেটিসের বিপক্ষে ফিরছেন মেসি!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ১৯:৫৪

লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে লিওনেল মেসিকে পায়নি বার্সেলোনা। দলের সেরা তারকাকে ছাড়া প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চাম্পিয়নরা। গত শুক্রবার উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হার দিয়ে মৌসুম শুরু করে বার্সেলোনা।

তবে স্বস্তির খবর হলো, নিজেদের দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ রিয়াল বেটিসের বিপক্ষেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পেতে পারে বার্সেলোনা। খবর গোল ডটকমের।

প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তে পেশিতে চোট পান মেসি। যার কারণে সফরে দলের সঙ্গে যেতে পারেননি। চোট পুরোপুরি সারেনি তাঁর। লা লিগায় মাঠে নামার একদিন আগেও যোগ দিতে পারেননি অনুশীলনে। তাই আর্জেন্টাইন অধিনায়ককে প্রথম ম্যাচে বিশ্রামে রাখে বার্সা।

বর্তমানে সুস্থতার পথে মেসি। গতকাল বুধবার বার্সেলোনার অনুশীলনে মেসিকে দেখা যায়। তাতেই স্বস্তি জাগে ন্যু ক্যাম্প শিবিরে। আগামী রোববার লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে লড়বে বার্সা। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

রোববার স্কোয়াড ঘোষণার আগে মেসির ফিটনেস টেস্ট করবে বার্সেলোনা। ফিটনেস টেস্টের পর সিদ্ধান্ত হবে, মেসি মাঠে নামবেন নাকি সাইড বেঞ্চে থাকবেন। তবে যদি মাঠে নামেন, তাহলে ফরাসি তারকা গ্রিজম্যানের সঙ্গে এটি হবে মেসির প্রথম ম্যাচ।

প্রথম ম্যাচে মেসির না থাকার বিষয়টি জানিয়েছিলেন দলের কোচ ভালভার্দে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কখনো কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আর মেসির মতো কাউকে নিয়ে তো আরো কম ঝুঁকি নেব। সে দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। আমরা অপেক্ষা করব এবং দেখব কী হয়।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ