আজকের শিরোনাম :

বোলিং অ্যাকশনের অভিযোগ উইলিয়ামসন ও ধনঞ্জয়ার বিরুদ্ধে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১৭:৪৭ | আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:৪৮

গল টেস্টে একই সঙ্গে চাকিংয়ে অভিযুক্ত হলেন দু’জন ক্রিকেটার৷ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন ফিল্ড আম্পায়াররা৷

পার্টটাইম স্পিনার হিসাবে গল টেস্টে ৩ ওভার হাত ঘোরান উইলিয়ামসন৷ তবে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ধনঞ্জয়া৷ ম্যাচে ৬৮ ওভার বল করেন তিনি৷ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ধনঞ্জয়াই নিউজিল্যান্ড ইনিংসকে ভাঙার দায়িত্ব পালণ করেন৷

ম্যাচ অফিসিয়ালদের তরফে আইসিসি’কে রিপোর্ট দেওয়ার পাশাপাশি দু’দলের ম্যানেজারকেও জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি৷ পরে আইসিসি’র তরফে বজ্ঞপ্তি মারফৎ উইলিয়ামসন ও ধনঞ্জয়ার চাকিংয়ে অভিযুক্ত হওয়ার কথা জানানো হয়৷ নিয়ম মতো ১৮ অগস্ট অভিযুক্ত হওয়ার ১৪ দিনের মধ্যে দুই ক্রিকেটারকে বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষা দিতে হবে৷ যত দিন না পরীক্ষার রিপোর্ট হাতে আসছে, ততদিন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা আটকাবে না ধনঞ্জয়াদের৷ যার অর্থ, ২২ অগস্ট থেকে কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে বোলিং করতে পারবেন দুই ক্রিকেটার৷

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ