আজকের শিরোনাম :

ভারতকে হারানোর সামর্থ্য আছে: সাকিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১৯:০০

বিশ্বকাপের মঞ্চ, সেরাদের পর্যায়ে যেতে বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। জিততে হবে। বাংলাদেশ আগামী ম্যাচে ভারতের বিপক্ষে জেতার ব্যাপারে আশাবাদী। বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তেমনই মনে করেন।

আগামী ২ জুলাই, এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এজবাস্টনে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলেছে। প্রোটিয়ারা আড়াইশ'র নিজে রান করেই কাঁপন ধরিয়ে দেয় কিউইদের। পাকিস্তানের বিপক্ষে বুধবার এখানে মুখোমুখি হবে কিউইরা। উইকেট বুঝে নেওয়ার তাই ভালো সুযোগ পাবে বাংলাদেশ। এছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাওয়া ছুটিটাও দলের কাজে দেবে।

আফগানদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিব বলেন, 'যারা শিরোপার দিকে চোখ রেখে এগোচ্ছে, ভারত তাদের অন্যতম। তাদের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলবো। অভিজ্ঞতা আমাদের ভালো খেলতে সহায়তা করবে। তবে ভারতকে হারাতে সেরাটা খেলার বিকল্প নেই।'

বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা এবং শেখর ধাওয়ানের ভালো ব্যাটিংয়ের রেকর্ড আছে। তবে শেখর ধাওয়ান ইনজুরিতে ছিটকে গেছেন। তারপরও সেট এক দল ভারত। দুর্দান্ত পেস-স্পিন আক্রমণ তাদের। ব্যাটিংয়ে বরাবরই ভালো এক দল তারা। সাকিব সেটা উল্লেখ করে বলেন, 'তারা বিশ্বমানের কিছু ক্রিকেটার পেয়েছে। যারা ম্যাচ এক হাতে ঘুরিয়ে দিতে পারে। তবে আমরাও মনে করি, দল হিসেবে ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে।'

বাংলাদেশ স্পিন দিয়ে কাত করে দিয়েছে আফগানদের। তবে ভারত স্পিনের বিপক্ষে সাবলীল। যদিও তারাও আফগান স্পিনে ধুঁকেছে। বাংলাদেশ স্পিন কোচ সুনীল জোশি বলেন, 'আমরা জানি ভারত স্পিনে ভালো খেলে। আমরাও ভালো খেলি। সেটা আফগানদের বিপক্ষে প্রমাণ করেছি। ভারতের বিপক্ষে আমরা আমাদের নিজস্ব ব্রান্ডের ক্রিকেট খেলবো।' 

তিনি বলেন, 'প্রত্যেক দলেরই শক্তির এবং দুর্বল জায়গা আছে। আমরা প্রস্তুতি ম্যাচে তাদের বিপক্ষে ম্যাচে বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে দেখেছি।' 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ