আজকের শিরোনাম :

উইকেট ও উইন্ডিজের ব্যাটিং ভাবনার কারণ: মাশরাফি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০১:০০

সোমবার (১৭ জুন) টনটনে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশ দল আছে ৮ নাম্বারে এবং উইন্ডিজ আছে ৬ তে।দুটি দলই সমান ৪টি করে ম্যাচ খেলে সমান একটি ম্যাচে জয়ী হয় এবং ২টি ম্যাচে পরাজিত হয়। একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সমান ৩ পয়েন্ট দুই দলের। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে উপরে উইন্ডিজ দল।

পরিসংখ্যান কথা বলছে ব্যাটসম্যানদের পক্ষে সমারসেট কাউন্টি ক্লাব মাঠ। পাঁচ ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল তুলেছে তিনশ’র বেশি রান। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উইকেটে দেখা যাচ্ছে সবুজ ঘাসের চাদর। তাতে কিছুটা বিভ্রান্ত হচ্ছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা সংবাদ সম্মেলনে বলে গেলেন সেটি।

ক্রিকেটে ২২ গজের উইকেট বুঝতে পারা কতটা জরুরী, সে প্রশ্নেই বেরিয়ে এল ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভুলের কথা।

‘এটা আসলে (উইকেট মূল্যায়ন) একটা ম্যাচের হার-জিত ঠিক করে দেয়। আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড ম্যাচে আমরা সেটা মিস করেছি। যদি উইকেটটা সঠিকভাবে বুঝতে পারতাম, তাহলে ওই ম্যাচে ২৬০-২৭০ এর দিকে ছুটতাম। যা জয়ের জন্য যথেষ্ট ছিল।’

‘উইকেট অ্যাচিভমেন্ট খুব প্রয়োজন। এই উইকেটেও একইরকম বিভ্রান্তি আছে। শুনেছি যে ঘাস থাকবে বা কিছু, কেউ কেউ বলছে এটা আজীবনই ফ্ল্যাট উইকেট। যারা ম্যাচের সময় মাঠে ঢুকবে তারা যত তাড়াতাড়ি উইকেট বুঝতে পারবে, সেই দলের জেতার সম্ভাবনা থাকবে। অনেক ভালো খেলার থেকে মোটামুটি খেলেও এগিয়ে থাকে যদি উইকেট বুঝতে পারে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের ম্যাচ বলে আলাদা কথা। পুরো শক্তি নিয়েই টন্টনে এসেছে তারা। ক্যারিবীয়দের বোলিং নিয়ে খুব ভাবনা না থাকলেও তাদের আগ্রাসী ব্যাটিং নিয়েই চিন্তা মাশরাফীর।

‘সবাই তাদের প্রথম পরিকল্পনাই করে ব্যাটিং নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের যে শক্তি, তারা সবসময় অনেকটা টি-টুয়েন্টির আদলেই খেলতে চায়। এমনকি ওয়ানডে ক্রিকেটও তারা ওইভাবে খেলতে চায়। তারা যখন সফল হবে তখন বোলারদের জন্য মাঠে কাজ করা খুব কঠিন হবে যেকোনো টিমের জন্য।’

ক্যারিবীয় ব্যাটসম্যানদের আগ্রাসী মনোভাবে সুযোগ থাকবে উইকেট পাওয়ারও। সতীর্থ বোলারদের সেটি কাজে লাগাতে বলছেন মাশরাফী।

‘আমাদের নিজস্ব পরিকল্পনায় সংঘবদ্ধ থাকতে হবে। যে পরিস্থিতি আসবে, স্নায়ু ধরে রেখে খেলতে হবে। সবার সমান যাবে না। কারও কারও দিন খারাপ যাবে। ইতিবাচক ব্যাপার হল, তারা যেহেতু প্রচুর শট খেলবে সুযোগ আসেব ওটা যদি আমরা নিতে পারি। উইকেট নেয়ার বিকল্প কিছু নেই তাদের বিপক্ষে, এটা মাথায় রাখতে হবে।’

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের লড়াই। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফী দেশ ও দেশের বাইরের সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ