আজকের শিরোনাম :

মরগান-স্টোকসের ব্যাটে বড় সংগ্রহের দিকে ইংলিশরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১৭:৫৩ | আপডেট : ৩০ মে ২০১৯, ১৮:৩৭

বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের পর্দা উঠছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার দলে নেই পেসার ডেল স্টেইন।

ইংলিশ ব্যাটসম্যানদের সামলাতে রণকৌশলের প্রথমে লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। অধিনায়ককে হতাশ করেননি তাহির। প্রথম ওভারের দ্বিতীয় বলে তুলেন দারুণ ফর্মে থাকা জনি বেয়ারেস্ট্রোর উইকেট। বিশ্বকাপে নিজের প্রথম বলে শূন্য রানে উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ইংলিশ ব্যাটসম্যান।

প্রথম ওভারেই ওপেনার জনি বেয়ারেস্ট্রোর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে আর এক ওপেনার জেসন রয় এবং জো রুটের ব্যাটিংয়ে ভর করে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে ইংলিশরা। দু’জনই তুলে নেন অর্ধশতক। জেসন রয় (৫০) করে ফেলুকাওয়ের শিকার হয়ে ফিরে যান। ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ তুলে দেন রয়।

আর পরের ওভারে জো রুটকে (৫১)  নিজের শিকার বানান কাগিসো রাবাডা। ডুমিনির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রুট। তবে অধিনায়ক ইয়ান মরগানের ব্যাটে বড় লক্ষ্যের দিকে ছুটছে তারা। 

এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪ ওভারে ৩ উইকেটে ১৯২ রান। মরগান আছেন ৫১ রানে। আর বেন স্টোকস আছেন ৩১ রানে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ