আজকের শিরোনাম :

রানি এলিজাবেথের সঙ্গে দেখা করলেন দশ অধিনায়ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ০৯:১৫

বিশ্বকাপ ক্রিকেটের ১২ তম আসরের পর্দা উন্মোচন হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট-বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াই। লন্ডনের । বাকিংহাম প্যালেসের সামনের ঐতিহাসিক রাস্তা ‘দ্য মল’-এ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী পর্ব।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দেশের অধিনায়ক।

বাকিংহাম প্যালেসে এ সময় তারা রানির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। যেখানে মাশরাফিকে রানির পেছনে-ই দাঁড়াতে দেখা যায়।

এসময় বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর অধিনায়কদের সঙ্গে কুশল বিনিময় করেন সদ্য বাবা হওয়া ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি।

সাধারণত বিশ্বসেরা ক্রীড়া ইভেন্টগুলোর উদ্বোধনী হয় স্বাগতিক দেশের ঐতিহাসিক কোনো স্টেডিয়ামে। তবে সেই চিরায়ত রীতি ভেঙে এবার নতুন আঙ্গিকে যুগ যুগ ধরে ব্রিটিশদের ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে যে জায়গা, সেই বিখ্যাত দ্য মলেই পর্দা উঠেছে বিশ্বকাপের।

বৃহস্পতিবার (৩০ জুন) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট। আর আগামী রোববার ( ২ জুন) শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ