আজকের শিরোনাম :

বিশ্বকাপে বয়স্ক থেকে কনিষ্ঠ অধিনায়ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৯, ১২:৫৪

চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বাদশতম এ আসর বসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। ৩০ মে লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপের। ৩০ মে থেকে শুরু হওয়া এ বিশ্বকাপ ১৪ জুলাই পর্যন্ত চলবে।

একনজরে আসন্ন বিশ্বকাপের বয়স্ক থেকে কনিষ্ঠ অধিনায়কদের দেখে নিন–

১) বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা- আসন্ন বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন মাশরাফি বিন মুর্তজা৷ মাশরাফির বর্তমান বয়স ৩৫ বছর৷

২) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি- প্রোটিয়া কাপ্তানের বয়স ৩৪ বছর৷

৩) অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ- বয়সের বিচারে অধিনায়কদের মধ্যে তিন নম্বরে রয়েছেন অ্যারন ফিঞ্চ৷ অজি কাপ্তানের বয়স ৩২ বছর৷

৪) ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান- ব্রিটিশ কাপ্তানের বর্তমান বয়স ৩২ বছর৷

৫) শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে- লঙ্কান কাপ্তানের বয়স ৩১ বছর৷

৬) পাকিস্তানের অধিনায়ক সরফরাজ- পাক অধিনায়ক সরফরাজ আহমেদের বয়সও ৩১ বছর৷

৭) ভারত অধিনায়ক বিরাট কোহলি- তালিকায় ৭ নম্বরে নাম রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির৷ অধিনায়ক হিসেবে বিরাট বিশ্বকাপ খেলতে নামছেন ৩০ বছর বয়সে৷

৮) নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন- কিউয়ি কাপ্তানের বয়স ২৮ বছর৷

৯) আফগান অধিনায়ক গুলবাদিন- আফগানিস্তানের নয়া অধিনায়ক গুলবাদিন নইবের বয়স ২৮ বছর৷

১০) ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার- ক্যারিবিয়নদের অধিনায়কের বয়স ২৭ বছর৷ আসন্ন বিশ্বকাপে তিনিই সর্বকনিষ্ঠ অধিনায়ক৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ