আজকের শিরোনাম :

গেতাফেকে হারিয়ে জয়ে ফিরল বার্সেলোনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ১১:২০

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে লিভারপুলের মাঠে হারের পর ঘুরে দাঁড়াল বার্সেলোনা। রবিবার প্রায় দর্শকশূন্য ন্যু ক্যাম্পে তারা ২-০ গোলে হারাল শেষ চারের দৌড়ে থাকা গেতাফেকে। 

লিগের এ ম্যাচ ছিল বার্সার জন্য গুরুত্বহীন। দুই সপ্তাহ আগেই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে এ জয়ে পরের মৌসুমে গেতাফের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় বড় ধাক্কা দিল কাতালান জায়ান্টরা। এক ধাপ নেমে ৫ম স্থানে গেতাফে। আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে হেড টু হেড রেকর্ডে তাদের টপকে চারে উঠে গেছে ভ্যালেন্সিয়া। শেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে হারালেই পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে তারা।

প্রথমার্ধের শেষ দিকে আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায় বার্সা। জেরার্ড পিকের হেড গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া ফিরিয়ে দিলে ফিরতি শটে গোল করেন চিলিয়ান তারকা। বার্সার দ্বিতীয় গোলটি আসে ৯০ মিনিটে। লিওনেল মেসি দুই খেলোয়াড়কে কাটিয়ে গোলমুখে শট নিলে দেনে দাকোনামের গায়ে লেগে বল জালে জড়ায়।

৯৯ হাজার দর্শক ধারণক্ষমতার ন্যু ক্যাম্পে এদিন উপস্থিত ছিলেন মাত্র ৫৭ হাজার সমর্থক। অ্যানফিল্ডে গত সপ্তাহের হারের প্রভাব ভালোভাবে টের পাওয়া গেছে। এ ছাড়া এই ম্যাচে আবারও দুয়ো শুনতে হয়েছে ফিলিপে কৌতিনিয়োকে। প্রথমার্ধে ভুল পাস দেওয়ায় মিডফিল্ডার সার্জিও বুশকেৎসকেও ছাড়েনি দর্শকরা।

৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেতিকো। রিয়াল ৬৮ পয়েন্ট নিয়ে তিনে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ