আজকের শিরোনাম :

পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং কোহলিদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ২১:০২

ছয় ম্যাচের ছটিতে হার, জয়ের ছন্দে ফিরতে মরিয়া কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ চণ্ডীগড়ে এদিন পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কোহলি৷

বরাবরই রান তাড়া করতে পছন্দ করেন৷ উনিশের আইপিএলের প্রথম জয়ের খোঁজে নেমেও টস জিতে তাই রান তাড়া করাতেই স্বচ্ছন্দবোধ করলেন বিরাট৷ আরসিবি’র বোলিং বিভাগ দুর্বল থাকায় প্রথমে বোলিং করে নিয়ে পঞ্জাবকে স্বল্প রানে বেঁধে রাই লক্ষ্য ব্যাঙ্গালোরে৷ সঙ্গে শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখেই শুরুতেই বোলিং সেরে নিতে চাইলেন আরসিবি কাপ্তান৷
 
অন্যদিকে শেষ ম্যাচের দলের তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামলেন পঞ্জাব অধিনায়ক অশ্বিন৷ ভিলজোয়েনের পরিবর্তে খেলছেন অ্যান্ড্রু টাই৷ শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন অঙ্কিত রাজপুত৷ তাঁর পরিবর্তে এদিন খেলছেন স্পিনার মুরগন অশ্বিন৷ করুণ নায়ারের পরিবর্তে পঞ্জাবের ব্যাটিংয়ে শক্তিশালি করতে ফিরলেন মায়াঙ্ক আগারওয়াল৷ ব্যাঙ্গালোর অবশ্য এদিন চার বিদেশির পরিবর্তে তিন বিদেশি নিয়ে মাঠে নামল৷ কিউয়ি পেসার টিম সাউদি’র পরিবর্তে এদিন কোহলির দলে খেলছেন উমেশ যাদব৷

একনজরে টিম পঞ্জাব: 

ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, নিকোলাস পুরান, মনদীপ সিং, স্যাম কুরান, অ্যান্ডু টাই, অশ্বিন, মহম্মদ শামি, মুরগুন অশ্বিন৷

চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়ার্স, মার্কাস স্টোয়েনিস, মইন আলি, পবন নেগি, আকাশদীপ নাথ, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি৷

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ